সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫
চকরিয়ায় অভিযানে যাওয়া পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযানে নেতৃত্ব দেওয়া থানার এসআই প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম।
সোমবার তাকে চকরিয়া থানা থেকে কক্সবাজার জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সাজ্জাদকে থানার সিএনজিচালিত অটোরিকশায় তোলার সময় তার স্বজনেরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় তারা সাজ্জাদকে ছিনিয়ে নিয়ে যান।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে রোববার রাতেই মামলা করেন। এতে ছয়জনের নাম উল্লেখ এবং আরও চার-পাঁচজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এ ঘটনায় তাকেই প্রত্যাহার করা হয়েছে। আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে সোমবার দিনগত রাত ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
যদিও প্রত্যাহার হওয়া এসআই সঞ্জীব পাল বলেন, সাজ্জাদকে গ্রেপ্তার করে অটোরিকশায় তোলার সময় অতর্কিত তার স্বজনেরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। ঘটনার পর আমাকেই প্রত্যাহার করা হয়েছে।
জানা যায়, রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মালুমঘাট বাজার এলাকা থেকে এক মামলার আসামি সাজ্জাদ হোসেনকে (২৫) গ্রেপ্তার করেন এসআই সঞ্জীব পাল। সাজ্জাদ উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড় এলাকার বাসিন্দা।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD