১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় এসআই প্রত্যাহার

admin
প্রকাশিত ০৮ জুলাই, মঙ্গলবার, ২০২৫ ১৭:৫২:৫০
পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় এসআই প্রত্যাহার

Manual7 Ad Code

চকরিয়ায় অভিযানে যাওয়া পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযানে নেতৃত্ব দেওয়া থানার এসআই প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম।

Manual2 Ad Code

সোমবার তাকে চকরিয়া থানা থেকে কক্সবাজার জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

Manual7 Ad Code

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সাজ্জাদকে থানার সিএনজিচালিত অটোরিকশায় তোলার সময় তার স্বজনেরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় তারা সাজ্জাদকে ছিনিয়ে নিয়ে যান।

 

 

 

 

 

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

 

এ বিষয়ে চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে রোববার রাতেই মামলা করেন। এতে ছয়জনের নাম উল্লেখ এবং আরও চার-পাঁচজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এ ঘটনায় তাকেই প্রত্যাহার করা হয়েছে। আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে সোমবার দিনগত রাত ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

যদিও প্রত্যাহার হওয়া এসআই সঞ্জীব পাল বলেন, সাজ্জাদকে গ্রেপ্তার করে অটোরিকশায় তোলার সময় অতর্কিত তার স্বজনেরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। ঘটনার পর আমাকেই প্রত্যাহার করা হয়েছে।

জানা যায়, রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মালুমঘাট বাজার এলাকা থেকে এক মামলার আসামি সাজ্জাদ হোসেনকে (২৫) গ্রেপ্তার করেন এসআই সঞ্জীব পাল। সাজ্জাদ উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড় এলাকার বাসিন্দা।