সিলেট ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫
ড়লেখা প্রতিনিধিঃমৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে একজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লার দিকনির্দেশনায় মঙ্গলবার (৫ আগস্ট) রাতে বড়লেখা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গজবাগ এলাকার মৃত সামছুলের হকের ছেলে ছাদ উদ্দিন ছাদু (৫৫), দক্ষিণভাগ এলাকার আকদ্দছ আলীর ছেলে সাহেল আহমদ (২৫), দেউলগ্রামের মৃত আব্দুল করিমের ছেলে রুয়েল আহমদ (৪০) ও তার স্ত্রী জুবেদা বেগম (৩০) এবং বালিচর এলাকার সামছুল ইসলামের ছেলে মো. আব্দুল আহাদকে (৩৫)। অভিযানের সময় আব্দুল আহাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুরে জানান, তাদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD