২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পুলিশের সাবেক কমিশনার বরখাস্ত

admin
প্রকাশিত ২৯ মে, বৃহস্পতিবার, ২০২৫ ২০:৪৮:৫০
পুলিশের সাবেক কমিশনার বরখাস্ত

Manual4 Ad Code

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার মো. সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

Manual2 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়, উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. সাইফুল ইসলাম সারদা রাজশাহীতে সংযুক্ত সিএমপির সাবেক কমিশনারকে চান্দগাঁও থানায় দায়েরকৃত মামলায় গত ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছে। তাঁর নামে হত্যা, হত্যাচেষ্টা ও ১৯০৮ সালের বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

Manual1 Ad Code

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মো. সাইফুল ইসলামকে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ (২) ধারা গত ১১ ফেব্রুয়ারি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন তিনি খোরপোষ প্রাপ্য হবেন।

Manual2 Ad Code

২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ (২) ধারায় বলা আছে, কোনো কর্মচারী দেনার দায়ে কারাগারে আটক থাকলে, অথবা কোনো ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে বা তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ উক্ত রূপ আটক, গ্রেপ্তার বা অভিযোগপত্র গ্রহণের দিন হতে তাঁকে সাময়িক বরখাস্ত করতে পারবে।