১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পুলিশ সুপার বরাবরে অভিযোগ গনমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন ও প্রবাসীর সম্পদ লুটপাট

admin
প্রকাশিত ৩০ জুন, সোমবার, ২০২৫ ২০:৩১:৫০
পুলিশ সুপার বরাবরে অভিযোগ গনমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন ও প্রবাসীর সম্পদ লুটপাট

Manual1 Ad Code

পুলিশ সুপার বরাবরে অভিযোগ গনমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন ও প্রবাসীর সম্পদ লুটপাট

 

বিভিন্ন গণমাধ্যমে ভূয়া সংবাদ পরিবেশনসহ পারিবারিক অংশিজনের রাস্তায় অনুপ্রবেশে মাটি কেটে পরিবেশ দূষণ এবং প্রবাসী ফুফুর সত্ত্ব দখলীয় জায়গা থেকে দশ লক্ষাধিক টাকার গাছপালা কেটে চুরি করে নিয়ে যাওয়ায় বিয়ানীবাজার উপজেলার উত্তর পাড়িয়া বহরের গণমাধ্যম কর্মী সাদিক হোসেন এপলু গত ২৬ জুন সিলেট জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

Manual4 Ad Code

লিখিত অভিযোগে এপলু বলেন, বিগত ১৩ মার্চ দুপুর ২ টার সময় উত্তর পাড়িয়া বহরের আব্দুল ওয়াহিদের বাড়ির কেয়ার টেকার ও জলঢুপ বিলপাড়ের বাসিন্দা মৃত সমছ উদ্দিন উরফে কালার ছেলে ছইফ উদ্দিন, উত্তর পাড়িয়া বহরের মৃত আয়াজ আলীর ছেলে জয়নাল উদ্দিন, মৃত শুয়াইবুর রহমানের ছেলে প্রবাসী আব্দুল কাইয়ুম, মৃত সজ্জাদ আলীর ছেলে মাসুম আহমদ ও জামিল আহমদ মিলে সংঘটিত হয়ে সাদিক হোসেন এপলুর পূর্ব পুরুষের রেখে যাওয়া সত্ত্ব দখলীয় ও রেকর্ডীয় পারিবারিক রাস্তায় অনুপ্রবেশে পরিবেশ দূষণ করে মাটি কেটে ফেলায় তাতে নিষেধ দিলে অভিযুক্তরা বাধাঁয় কর্নপাত না করে রাস্তাটির গতি পরিবর্তন করে মাটি চুরি করে নিয়ে যায়।

Manual6 Ad Code

Manual8 Ad Code

অভিযোগে সাদিক হোসেন এপলু বলেন, একই সাথে অভিযুক্তরা তার প্রবাসী ফুফুর নামীয় শাখাইতি এলাকায় রেকর্ডীয় পারিবারিক অংশিদারি সত্ত্ব দখলিয় জায়গাতে সকল অভিযুক্তরা অনুপ্রবেশ করে বেআইনিভাবে ৮ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছপালা চুরি করে কেটে নিয়ে যায়। সাদিক হোসেন এপলু অভিযুক্তদের বাঁধা দিলে অভিযুক্তরা তাকে খুন করার উদ্দেশ্যে ধারালো দা, সুলফিসহ লাঠিসোটা নিয়ে তাকে প্রাণে মারতে আসলে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এই চক্রটি উত্তর পাড়িয়া বহর এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী হিসেবে গড়ে উঠেছে। এই বাহিনীর কাছে কিছু হলুদ কার্ড ধারী প্রতারক প্রকৃতির ভূয়া সাংবাদিক রয়েছে। অভিযুক্তরা এলাকায় নিরিহ মানুষকে জুলুম নির্যাতন চালালে আসল ঘটনা আড়াল করতে ভূয়া সাংবাদিকরা সন্ত্রাসীদের পক্ষে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে থাকে। গত ২৫ মার্চ সাদিক হোসেন এপলু বাদী হয়ে সিলেট জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তদের অত্যাচারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ খবর শুনে অভিযুক্তরা সাদিক হোসেন এপলুর বিরুদ্ধে ভূয়া সাংবাদিক দিয়ে চাদাঁ বাজির মিথ্যা সংবাদ বিভিন্ন গণমাধ্যমে পরিবেশন করায়।

Manual3 Ad Code

 

গত ২৯ মার্চ তারিখে অভিযুক্তরা সাদিক হোসেন এপলু ও তার ফুফুত ভাই নজরুল ইসলাম সিপারকে জড়িয়ে তাদের বিরুদ্ধে অনলাইন ভিত্তিক (প্রতিদিন দূর্নীতির তালাশ), গত ৭ মে দৈনিক বিজয়ের কন্ঠ, গত ৩০ মার্চ (প্রতিদিন দূর্নীতির তালাশ), পোর্টালে বিকৃত মিথ্যা সংবাদ পরিবেশন করায়। এসব অভিযোগসহ বিবাদীদের বিরুদ্ধে সুষ্ট তদন্তক্রমে আইনানুগ ব্যবস্তা নিতে পুলিশ সুপার বরাবরে আবেদন জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।