
রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১ ডিসেম্বর। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এই দিন ধার্য করেন। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, রেহানার বড় মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ আরও কয়েকজন আসামি হিসেবে আছেন।
এই নিয়ে পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা ছয় মামলার মধ্যে চতুর্থ মামলার রায়ের দিন নির্ধারিত হলো। ইতোমধ্যে শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যদের বিরুদ্ধে করা তিন মামলার রায়ের দিন ধার্য রয়েছে আগামী ২৭ নভেম্বর। গত ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৫ এই তারিখ নির্ধারণ করে।
আজকের শুনানিতে শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ ১২ আসামির মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হয়। তাঁদের মধ্যে রাজউকের সাবেক সদস্য (ভূমি ও এস্টেট) খুরশীদ আলম একমাত্র কারাগারে থাকা আসামি। বাকিরা সবাই পলাতক। শুনানি শেষে আদালত রায়ের দিন ঘোষণা করেন।
দুদকের বিশেষ পিপি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশেষ জজ আদালত-৪–এ একই অভিযোগে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। আজ সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত থাকলেও তা শেষ না হওয়ায়—
শেখ হাসিনা, শেখ রেহানার ছোট মেয়ে আজমিন সিদ্দিকসহ অন্যদের মামলার সাক্ষ্য গ্রহণ ৩০ নভেম্বর,
এবং শেখ হাসিনা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ অন্যদের মামলার সাক্ষ্য গ্রহণ ১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের ৩১ জুলাই এই তিন মামলায় আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর আগে ১২, ১৩ ও ১৪ জানুয়ারি দুদক শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য ও রাজউকের কয়েক কর্মকর্তাসহ মোট ২৮ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করে। ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
অভিযোগপত্রে বলা হয়:
প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তাঁর পরিবার পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কে প্রতিটি ১০ কাঠা করে ছয়টি প্লট নিয়েছেন।
তাঁরা বরাদ্দ পাওয়ার যোগ্য ছিলেন না; অসৎ উদ্দেশ্যে প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দ নেওয়া হয়েছে।
টিউলিপ সিদ্দিক তাঁর মা ও ভাইদের প্লট বরাদ্দে বিশেষ প্রভাব খাটিয়েছেন।
রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও নিজেদের স্বার্থে নিয়মবহির্ভূতভাবে এসব বরাদ্দ দিয়েছেন।
আগামী ১ ডিসেম্বর এ মামলার রায় ঘোষণা হলে আলোচিত এই মামলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটবে