১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পেহেলগাম হত্যাকাণ্ডের ছায়া, ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন বিতর্ক

admin
প্রকাশিত ১৫ সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ ১২:৫২:২৭
পেহেলগাম হত্যাকাণ্ডের ছায়া, ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন বিতর্ক

Manual5 Ad Code

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের জেরে ভারত-পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত অবস্থায় রয়েছে। এর প্রভাব পড়েছে ক্রিকেটেও। দুবাইয়ে এশিয়া কাপে গতকাল দুই দলের ম্যাচে নিরাপত্তা ছিল কড়া, তবে মাঠে দেখা গেছে রাজনৈতিক বৈরিতার প্রতিচ্ছবি।

টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন করতে অস্বীকৃতি জানান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের মধ্যে প্রচলিত হাত মেলানোর রীতিও হয়নি। পাকিস্তান টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা এ বিষয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন। পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের আচরণ ক্রিকেটের চেতনার পরিপন্থী।

ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা সরাসরি ড্রেসিংরুমে চলে যান এবং দরজা বন্ধ করে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যকুমার উপস্থিত থাকলেও সালমান আলী আঘা তা বর্জন করেন। পাকিস্তানের দাবি, অনুষ্ঠানের আয়োজক ভারতীয় হওয়ায় সেটি ছিল প্রতিবাদের অংশ।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, ‘পেহেলগাম হামলার ভুক্তভোগীদের পাশে আছি। এই জয় অপারেশন সিঁদুরে অংশ নেওয়া সৈনিকদের উৎসর্গ করছি। কিছু বিষয় খেলোয়াড়সুলভ মানসিকতার চেয়েও বড়।’ তিনি জানান, ভারতীয় সরকার ও বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করেই পাকিস্তানের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual7 Ad Code

মাঠের লড়াইয়ে অবশ্য ভারত ছিল এগিয়ে। ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে নেয় তারা। তবে ম্যাচ ঘিরে সৃষ্ট বিতর্ক কতটা দীর্ঘস্থায়ী হয়, তা এখন সময়ই বলে দেবে।

Manual1 Ad Code