সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫
আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, এশিয়ান টিভির রিপোর্টার মোঃ শিহাব উদ্দিন এবং সিনিয়র ক্রাইম রিপোর্টার নজরুল ইসলাম ও ক্রাইম রিপোর্টার উল্লাস মিরপুর মডেল থানায় ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ওসি সাজ্জাদ রোমনের সাক্ষাৎকার নিতে গেলে চরম অঘটন ঘটে।
সাক্ষাৎকার গ্রহণের স্বাভাবিক প্রক্রিয়াকে উপেক্ষা করে ওসির রুম থেকেই সাংবাদিক শিহাব উদ্দিনকে আটক করা হয়। পরবর্তীতে তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে “তুমি আওয়ামী লীগের সাথে চলছো” বলে অভিযোগ তোলা হয় এবং মিথ্যা ও বানোয়াট মামলায় হাজতে প্রেরণ করা হয়। এ ধরনের ঘটনা শুধু সাংবাদিক সমাজের প্রতি অপমান নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ। সংবাদ সংগ্রহ করা সাংবাদিকের পেশাগত দায়িত্ব ও সাংবিধানিক অধিকার। অথচ একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে সাংবাদিক শিহাব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD