
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | ১৬ জানুয়ারি, ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানোর অভিযোগে রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করা হয়েছে। আগামী রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় তাকে সশরীর হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
আদালতের নোটিশ: গত বুধবার (১৪ জানুয়ারি) রাজশাহী-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষে রাজশাহীর সিনিয়র সিভিল জজ মো. শাহীন কবীর এই কারণ দর্শানোর নোটিশ (Show Cause Notice) জারি করেন।
অভিযোগের বিবরণ: নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই মু. সাঈদ নোমান ফেসবুক ব্যবহার করে ভোটের প্রচার চালিয়েছেন। এই কার্যক্রম 'সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫'-এর ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
কমিটির পর্যবেক্ষণ: নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে:
আইনের নির্ধারিত সময়ের আগে ডিজিটাল প্লাটফর্মে প্রচারণা চালানো একটি 'নির্বাচন-পূর্ব অনিয়ম'।
কেন এই অনিয়মের বিষয়ে যথাযথ সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠানো হবে না, সে বিষয়ে প্রার্থীর লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
রোববার বেলা ১১টায় আদালতে উপস্থিত হয়ে মু. সাঈদ নোমানকে এই বিষয়ে তার অবস্থান পরিষ্কার করতে হবে।
সহায়ক তথ্য (নির্বাচনী আইন):
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী, নির্বাচনের প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী সভা, মিছিল বা কোনো ধরনের (ডিজিটাল বা অফলাইন) প্রচারণা চালাতে পারেন না।