১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন উসমান দেম্বেলে

admin
প্রকাশিত ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৫ ১১:১৩:১৭
প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন উসমান দেম্বেলে

Manual1 Ad Code

প্যারিসে জমকালো আয়োজনে ঘোষণা করা হলো ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ীদের নাম। ক্যারিয়ারে প্রথমবারের মতো পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন পিএসজি তারকা উসমান দেম্বেলে। অসাধারণ মৌসুম কাটানো ফরাসি ফরোয়ার্ড ২০২৪–২৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৫৩ ম্যাচে ৩৫ গোল করার পাশাপাশি ১৬ গোলে সহায়তা করেছিলেন। তাঁর নৈপুণ্যে পিএসজি লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়নস লিগ জিতে ট্রেবল সম্পন্ন করে।

Manual4 Ad Code

নারীদের ব্যালন ডি’অরে ইতিহাস গড়েছেন স্পেনের আইতানা বোনমাতি। টানা তৃতীয়বারের মতো বিশ্বের সেরা হয়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

Manual4 Ad Code

অনুষ্ঠানে আরও পুরস্কার জিতেছেন অনেকে। গোলরক্ষকদের জন্য দেওয়া ইয়াসিন ট্রফি জিতেছেন ইতালির জিয়ানলুইজি দোন্নারুম্মা (পুরুষ) ও ইংল্যান্ডের হান্না হাম্পটন (নারী)। তরুণ ফুটবলারদের জন্য দেওয়া কোপা ট্রফি পেয়েছেন বার্সেলোনার দুই প্রতিভা—লামিনে ইয়ামাল (পুরুষ) ও ভিকি লোপেজ (নারী)।

বর্ষসেরা কোচের জন্য ইয়োহান ক্রুইফ ট্রফি জিতেছেন পিএসজির লুইস এনরিকে ও ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ভিগমান। বর্ষসেরা ক্লাব হিসেবে পুরুষদের বিভাগে পুরস্কার পেয়েছে পিএসজি, আর নারীদের বিভাগে গেছে আর্সেনালের ঝুলিতে

Manual3 Ad Code

অন্যদিকে সর্বোচ্চ গোলদাতার জন্য জার্ড মুলার ট্রফি জিতেছেন আর্সেনালের ভিক্টর গিয়োকেরেস (পুরুষ) ও বার্সেলোনার এয়া পাজোর (নারী)। মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ সক্রেটিস অ্যাওয়ার্ড পেয়েছে জানা ফাউন্ডেশন

Manual7 Ad Code

ব্যালন ডি’অরের মঞ্চে ট্রফি তুলে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও। দর্শকদের করতালিতে উচ্ছ্বাসে ভেসেছেন দেম্বেলে, আর মা’কে পাশে বসে দেখতে পেয়ে নিজের আবেগও লুকাতে পারেননি তিনি।