প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন উসমান দেম্বেলে

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন উসমান দেম্বেলে

প্যারিসে জমকালো আয়োজনে ঘোষণা করা হলো ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ীদের নাম। ক্যারিয়ারে প্রথমবারের মতো পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন পিএসজি তারকা উসমান দেম্বেলে। অসাধারণ মৌসুম কাটানো ফরাসি ফরোয়ার্ড ২০২৪–২৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৫৩ ম্যাচে ৩৫ গোল করার পাশাপাশি ১৬ গোলে সহায়তা করেছিলেন। তাঁর নৈপুণ্যে পিএসজি লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়নস লিগ জিতে ট্রেবল সম্পন্ন করে।

নারীদের ব্যালন ডি’অরে ইতিহাস গড়েছেন স্পেনের আইতানা বোনমাতি। টানা তৃতীয়বারের মতো বিশ্বের সেরা হয়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

অনুষ্ঠানে আরও পুরস্কার জিতেছেন অনেকে। গোলরক্ষকদের জন্য দেওয়া ইয়াসিন ট্রফি জিতেছেন ইতালির জিয়ানলুইজি দোন্নারুম্মা (পুরুষ) ও ইংল্যান্ডের হান্না হাম্পটন (নারী)। তরুণ ফুটবলারদের জন্য দেওয়া কোপা ট্রফি পেয়েছেন বার্সেলোনার দুই প্রতিভা—লামিনে ইয়ামাল (পুরুষ) ও ভিকি লোপেজ (নারী)।

বর্ষসেরা কোচের জন্য ইয়োহান ক্রুইফ ট্রফি জিতেছেন পিএসজির লুইস এনরিকে ও ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ভিগমান। বর্ষসেরা ক্লাব হিসেবে পুরুষদের বিভাগে পুরস্কার পেয়েছে পিএসজি, আর নারীদের বিভাগে গেছে আর্সেনালের ঝুলিতে

অন্যদিকে সর্বোচ্চ গোলদাতার জন্য জার্ড মুলার ট্রফি জিতেছেন আর্সেনালের ভিক্টর গিয়োকেরেস (পুরুষ) ও বার্সেলোনার এয়া পাজোর (নারী)। মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ সক্রেটিস অ্যাওয়ার্ড পেয়েছে জানা ফাউন্ডেশন

ব্যালন ডি’অরের মঞ্চে ট্রফি তুলে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও। দর্শকদের করতালিতে উচ্ছ্বাসে ভেসেছেন দেম্বেলে, আর মা’কে পাশে বসে দেখতে পেয়ে নিজের আবেগও লুকাতে পারেননি তিনি।

সর্বশেষ নিউজ