১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রজব, ১৪৪৭ হিজরি

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা

admin
প্রকাশিত ২৪ ডিসেম্বর, বুধবার, ২০২৫ ২১:৫০:২৮
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা

Manual4 Ad Code

আরও তিনজন গ্রেপ্তার, মোট আটক ৩১

ঢাকা, বুধবার— দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৩১ জনে।

ডিএমপি আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, সর্বশেষ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাকির হোসেন শান্ত (২৯), মো. স্বপন মন্ডল (৩০) ও নিয়াজ মাহমুদ ফারহান (২১)।

এদিকে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা এবং একই সময় নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

মানববন্ধনে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের উদ্দেশ্য ছিল সেখানে কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের পুড়িয়ে হত্যা করা। শহীদ হাদির হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার দৃঢ়সংকল্প থেকেই এ হামলা চালানো হয়।’

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সামনে কয়েক শ মানুষ জড়ো হয়ে হামলা ও অগ্নিসংযোগ চালায়। পরে হামলাকারীরা ফার্মগেটে গিয়ে দ্য ডেইলি স্টার ভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। ওই সময় নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করা হয়।

এ ঘটনায় গত রোববার অজ্ঞাতনামা ৩৫০ থেকে ৪৫০ জনকে আসামি করে তেজগাঁও থানায় মামলা করেন প্রথম আলোর হেড অব সিকিউরিটি মেজর (অব.) মো. সাজ্জাদুল কবির। পরদিন পত্রিকাটির হেড অব অপারেশন মিজানুর রহমান আরেকটি মামলা দায়ের করেন।

দুই মামলার এজাহারে উল্লেখ করা হয়, হত্যার উদ্দেশ্যে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে আগুন দেওয়া হয়, ইটপাটকেল নিক্ষেপ, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয় এবং বিপুল পরিমাণ মূল্যবান সম্পদ ধ্বংস করা হয়।

Manual1 Ad Code

প্রাথমিক হিসাবে প্রথম আলোর ক্ষতির পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা এবং ডেইলি স্টারের ক্ষতি প্রায় ৪০ কোটি টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Manual4 Ad Code

মামলাগুলোতে সন্ত্রাসবিরোধী আইনের ধারার পাশাপাশি দণ্ডবিধি, সাইবার সুরক্ষা অধ্যাদেশ এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে।

Manual1 Ad Code