প্রধান উপদেষ্টার সাথে বিশ্বখ্যাত শেফ টমি মিয়ার সাক্ষাৎ 

প্রকাশিত: ৫:১৯ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৫

প্রধান উপদেষ্টার সাথে বিশ্বখ্যাত শেফ টমি মিয়ার সাক্ষাৎ 

বাংলাদেশের হসপিটালিটি ও টুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করার প্রত্যয় 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া,

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বখ্যাত শেফ টমি মিয়া।

 

 

 

 

সোমবার (১৬ জুন) লন্ডনের একটি আন্তর্জাতিক মানের হোটেলে এ সাক্ষাৎ হয়।

বৈঠকে পর্যটন, হসপিটালিটি, নারী উদ্যোক্তা তৈরি ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়। টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ইতোমধ্যে ৩০ হাজারেরও বেশী শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করেছে। এছাড়া কোভিডের (করোনা কালীন সময়ে) সময় শত শত নারী হোম কুকড ফুড ডেলিভারি ব্যবসা শুরু করেন।

 

 

 

 

সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

 

 

 

আগামী জুলাই মাসে টমি মিয়া এমবিই ঢাকা সফরে আসবেন এবং বাংলাদেশের হসপিটালিটি ও টুরিজম ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে তোলে ধরার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ নিউজ