
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অধিনায়কের কূটনৈতিক উত্তর
ঢাকা, বুধবার: বাংলাদেশ ফুটবল দলে এখন হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুল ইসলাম, জায়ান আহমেদ ও কাজেম শাহদের মতো প্রবাসী খেলোয়াড়ে ভরপুর। যেন প্রবাসীদের এক ছোটখাটো মেলা। তবে এত তারকাসমৃদ্ধ দল নিয়েও বড় দলের বিপক্ষে সাফল্য পাচ্ছেন না কোচ হাভিয়ের কাবরেরা। ফলে তাঁর যোগ্যতা নিয়ে উঠেছে প্রশ্ন।
এই প্রশ্নের জবাব দিতে হলো অধিনায়ক জামাল ভূঁইয়াকে— যিনি বাংলাদেশের দলে প্রবাসীদের জন্য প্রথম দুয়ার খুলে দেন। তবে সাম্প্রতিক সময়ে তিনিই মাঠে প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না, যা নিয়ে কিছুটা হতাশ হলেও তিনি মেনে নিচ্ছেন কোচের সিদ্ধান্ত।
আজ নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়াকে জিজ্ঞাসা করা হয়, কাবরেরা কি যথেষ্ট যোগ্য প্রবাসী খেলোয়াড়দের সামলানোর জন্য? উত্তরে তিনি বলেন,
“আসলে এটা আমার সিদ্ধান্ত না। এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, যারা বাফুফেতে চালায় তাদের সিদ্ধান্ত। আমি খেলোয়াড়, খেলোয়াড়ের মতো থাকব।”
অন্যদিকে, সমর্থকদের সমালোচনা ও বয়কটের ডাক নিয়েও মুখ খোলেন কাবরেরা। তিনি বলেন,
“আমি শুনেছি ৪ মিনিটেই ভারত ম্যাচের টিকিট বিক্রি হয়েছে (হাসি)। সমালোচনা থাকা স্বাভাবিক, আমি তা মেনে নিচ্ছি—এটাই আমার অবস্থান। কিন্তু আমি বিশ্বাস করি, সবাই দলটার পাশে আছে। কালকের ম্যাচ আমাদের সুযোগ, যাতে সবাই আবার বিশ্বাস পায় যে ভারতকে হারানো সম্ভব।”
নেপালের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু একটি প্রীতি ম্যাচ নয়— এটি হবে সমালোচনার জবাব দেওয়ারও একটি সুযোগ।