১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

প্রবাসীদের সহযোগিতায় ঢাকাদক্ষিনে ৩-টিম ফুটবল লীগ টুর্নামেন্টের উদ্বোধন

admin
প্রকাশিত ০৫ জানুয়ারি, সোমবার, ২০২৬ ২১:৪৭:১৫
প্রবাসীদের সহযোগিতায় ঢাকাদক্ষিনে ৩-টিম ফুটবল লীগ টুর্নামেন্টের উদ্বোধন

Manual6 Ad Code

কামাল খান গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএস-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ৩ টিম ফুটবল লীগ টুর্নামেন্ট-২০২৬ ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বেলা ২টায় ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ঢাকাদক্ষিন ক্রীড়াচক্রের সভাপতি কয়েস উদ্দিন সুলতানের সভাপতিত্বে ও কামরান উদ্দিন বাদলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএস-এর উপদেষ্টা ও ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রের সাবেক খেলোয়াড় মোহাম্মদ কামাল বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও দেশপ্রেমের অনন্য শিক্ষা দেয়। প্রবাসে অবস্থান করেও গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএস যেভাবে দেশের ক্রীড়াঙ্গনে সহযোগিতা করে যাচ্ছে, তা নিঃসন্দেহে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত।

 

Manual8 Ad Code

 

 

 

তিনি আরও বলেন, আমরা প্রবাসীরা সব সময় দেশের ক্রীড়া ও যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকতে চাই। এই ধরনের টুর্নামেন্ট থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে, এই প্রত্যাশা আমাদের সবার। স্বাগত বক্তব্যে, ঢাকা প্রেসক্লাবের সদস্য ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান বলেন, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো এলাকার তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য গড়ে তোলা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রবাসীরা সব সময় দেশের যুব সমাজকে এগিয়ে নিতে এ ধরনের ক্রীড়ামূলক আয়োজনের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএস-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ রহমান, নির্বাহী সদস্য ও সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী ছানা মিয়া, ওসমান মিয়া, জাহেদ রহমান, সাহনাজ আহমদ, সোহেল আহমদ, কাদির আহমদ, সেলিম আহমদ, মাহতাব উদ্দিন, সেবক তালুকদার, আব্দুল আহাদ, আব্দুল আলীম আনা, সাহানুর আহমদ, আব্দুল আহাদ, বদরুল ইসলাম। এছাড়াও এলাকার বিশিষ্ট মুরব্বী, গণমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষও উপস্থিত ছিলেন।

 

 

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

 

উদ্বোধনী খেলায় সিলেট জেলার ফুটবলের দুই পরাশক্তি দল ঢাকাদক্ষিন ক্রীড়াচক্র ও বৃহত্তর জৈন্তা উপজেলা দল একে অপরের মুখোমুখি হয়। খেলায় ঢাকাদক্ষিন ক্রীড়াচক্র জয় লাভ করে। উদ্বোধনী ম্যাচকে ঘিরে ক্রীড়াঙ্গনে ব্যাপক উত্তেজনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।বিজ্ঞপ্তি গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএস-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ৩ টিম ফুটবল লীগ টুর্নামেন্ট-২০২৬ ইং এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Manual8 Ad Code