সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫
প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার পর সচিবালয়ে সামনে অবস্থান নেয় পুলিশের সাঁজোয়া যানে (এপিসি)। আজ মঙ্গলবার বিকেলের চিত্র
রাজধানীর সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একদল শিক্ষার্থীর সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর প্রথম আলোকে বলেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করছিলেন। তাঁরা গেটের ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ তাঁদের বাধা দিয়েছে। কিছুক্ষণ পর সেখান থেকে তাঁরা চলে গেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বোর্ড অব ট্রাস্টির (বিওটি) অপসারণ, স্থায়ী ক্যাম্পাসের নিশ্চয়তাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ তাঁরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান করার সময় পুলিশের সঙ্গে প্রথমে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পুলিশ তাঁদের লাঠিপেটা করে। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD