
প্যারিসের মিউজে গ্রেভাঁ জাদুঘরে প্রিন্সেস ডায়ানার নতুন মোমের মূর্তি উন্মোচনের পর আবারো আলোচনায় এসেছে তাঁর বিখ্যাত ‘রিভেঞ্জ ড্রেস’। বৃহস্পতিবার জাদুঘরটি ওয়েলসের প্রয়াত রাজকুমারীকে সেই অফ-শোল্ডার কালো পোশাকেই উপস্থাপন করে, যেটি ১৯৯৪ সালে লন্ডনের সারপেন্টাইন গ্যালারির নৈশভোজে পরে বিশ্বজুড়ে সাড়া ফেলেছিলেন ডায়ানা।
নব্বইয়ের দশকের শুরু থেকেই প্রিন্স চার্লস ও ডায়ানার দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে গুজব ছড়াতে থাকে। ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জন মেজর তাঁদের বিচ্ছেদের ঘোষণা দেন এবং ১৯৯৬ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
১৯৯৪ সালের ২৯ জুন আইটিভির এক তথ্যচিত্রে প্রিন্স চার্লস তাঁর অবিশ্বস্ততার কথা স্বীকার করলে বিষয়টি বিশ্বজুড়ে আলোচনায় আসে। ঠিক সেদিন রাতেই ভ্যানিটি ফেয়ার আয়োজিত গালায় কালো অফ-শোল্ডার গাউন পরে হাজির হন ডায়ানা—যা পরে পরিচিত হয় ‘রিভেঞ্জ ড্রেস’ নামে।
ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত সংকটের মুহূর্তেও ডায়ানা এই পোশাকের মাধ্যমে নিজেকে শক্ত ও দৃঢ়ভাবে উপস্থাপন করেছিলেন। ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যামবোলিয়ানের গাউনটি তিন বছর ধরে তাঁর ওয়ার্ডরোবে থাকলেও ডায়ানা আগে কখনো এটি পরেননি।
১৯৯৭ সালে এইডস ও ক্যানসারবিরোধী দাতব্য কাজে অর্থ সংগ্রহের জন্য ডায়ানা ৭৯টি গাউন নিলামে বিক্রি করেন। ‘রিভেঞ্জ ড্রেস’টি ২৪ হাজার ১৫০ ডলারে বিক্রি হয়। ২০২৩ সালে আবারো সাদবির নিলামে পোশাকটি ৬ লাখ ৪ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়।
— তথ্যসূত্র: এনডিটিভি