ক্রীড়া প্রতিবেদক
নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে আজ কাঠমান্ডুর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। দুপুর দেড়টার বাংলাদেশ বিমানের ফ্লাইটে তাদের ওঠার কথা থাকলেও শেষ মুহূর্তে ফ্লাইটের সময় পিছিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
ইতোমধ্যেই ইমিগ্রেশন শেষ করে ফেলায় বিমানবন্দরের ভেতরেই সময় কাটাচ্ছেন জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট বিলম্বিত হয়েছে।
অন্যদিকে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ দলকে বরণ করে নিতে সব প্রস্তুতি সেরে রেখেছিল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। এখনো সিদ্ধান্ত হয়নি—বাংলাদেশ দলকে ৭টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, নাকি বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ সকালে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন,
“পাঁচ-ছয়জন খেলোয়াড় নেই। তাদের না থাকাটা আমরা অনুভব করব। বিশেষ করে হামজাকে মিস করব। গতকালও তার সঙ্গে কথা হয়েছে। সামান্য ইনজুরি হয়েছে। তবে গুরুতর কিছু নয়। হংকং ম্যাচে সে ফিরবে বলেছে।”
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হবে বাংলাদেশ-নেপাল ম্যাচ দুটি। ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল ১৭৬তম, আর বাংলাদেশ ১৮৪তম স্থানে। তিন বছর আগে নেপালের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে এবার জয়ের সম্ভাবনা দেখছেন অধিনায়ক জামাল,
“জয় সম্ভব। আমি বিশ্বাস করি আমাদের জেতা সম্ভব। যদিও আমরা জানি নেপাল ভালো দল।”