
পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় প্রেমের স্বীকৃতি না পেয়ে প্রেমিকার বাড়িতে বিষপান করে স্বপন প্রামাণিক (৪০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত স্বপন পাবনা সদর উপজেলার খয়েরসুতী গ্রামের ইমাম প্রামাণিকের ছেলে।
এলাকাবাসী জানায়, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার দাবি করে সোমবার সকালে ওই নারীর বাড়িতে যান স্বপন। প্রেমের স্বীকৃতি আদায় করতে গিয়ে প্রথমে নিজের হাত কাটেন, পরে নিজের কাছে থাকা গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন তিনি। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাঁকে ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় এক ব্যক্তি বলেন, “ঘটনার পরপরই আমি সেখানে গিয়ে দেখি, স্বপন গ্যাস ট্যাবলেট খেয়ে পড়ে আছে। পরে ক্লিনিকে নেওয়ার পর ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।”
ঘটনার পর থেকেই ওই প্রবাসীর স্ত্রী পলাতক। এ ছাড়া ঘটনাস্থলের পাশের ক্লিনিকটিও বন্ধ রয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, স্বপন গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”