প্রেমের টানে বাংলাদেশে আসা ভারতের এক কিশোরীকে পাঁচ মাস পর নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার দুপুরে নওগাঁর সাপাহার সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতের মালদা জেলার বামনগোলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি বিকেলে নিশ্চিত করেছেন সাপাহারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।
সাপাহারের বামনপাড়া সীমান্তের ২৪৫/সিএস পিলার এলাকায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবু জাফর, সাপাহার থানা-পুলিশের একটি দল এবং ভারতের বিএসএফ প্রতিনিধি প্রবীণ যাদব।
ইউএনও সেলিম আহমেদ বলেন, “প্রচলিত আইন মেনে আদালতের রায় অনুযায়ী সব আইনি প্রক্রিয়া শেষে কিশোরীকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”
জানা গেছে, গত মে মাসে ফেসবুকে পরিচয়ের সূত্রে বাংলাদেশি প্রেমিকের সঙ্গে দেখা করতে পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত পাড়ি দেয় ওই কিশোরী। বিএসএফের চোখ ফাঁকি দিলেও বাংলাদেশ সীমান্তে বিজিবির হাতে ধরা পড়ে। পরে তাকে সাপাহার থানায় হস্তান্তর করা হয় এবং আদালতের নির্দেশে রাজশাহীর সেফ হোমে পাঠানো হয়। সেখানে পাঁচ মাস থাকার পর অবশেষে আদালতের রায় অনুযায়ী নিজ দেশে ফিরে গেল সে।