১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রেসক্লাবে মতবিনিময় কালে বিএনপি নেতা মাহবুব

admin
প্রকাশিত ০৫ ফেব্রুয়ারি, বুধবার, ২০২৫ ১১:২৫:৪৫
প্রেসক্লাবে মতবিনিময় কালে বিএনপি নেতা মাহবুব

Manual7 Ad Code

ফ্যাসিষ্ট সরকার সংবাদপত্র ও সাংবাদিকতাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিলো
এমদাদুর রহমান চৌধুরী জিয়া :
সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মাহবুব আহমদ চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছর ফ্যাসিষ্ট সরকার সংবাদপত্র ও সাংবাদিকতাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিলো। তারা যেভাবে বলে দিতো সেভাবে নিউজ হতো। এজন্য সাংবাদিক তথা গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থা হারিয়ে গিয়েছিলো। তিনি বলেন, আমি বিশ্বাস করি গত ৫ আগষ্ট ঐতিহাসিক পট পরিবর্তনের মাধ্যমে সাংবিাদিকরা স্বাধীন ভাবে কাজ করতে পারছেন। এই সুযোগে সাংবাদিকরা গণমানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে আশাবাদী।

Manual5 Ad Code

 

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর স্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটে অবস্থিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

 

মতবিনিময় সভায় তিনি বলেন, আমি আপনাদেরই একজন, প্রবাসে কিংবা যেখানেই থাকি না কেনো মনটা এই জন্মভূমি তথা আপনাদের মাঝেই পড়ে থাকে। আগামীতেও আপনাদের একজন সহযাত্রী হিসেবে গন্য করবেন বলে আমি বিশ্বাস করি।

 

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহ সভাপতি সাদিকুর রহমান চৌধুরী। মাহবুব আহমদ চৌধুরীর পরিচিতি তুলে ধরেন ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী। মতবিনিময় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য শামীম আহমদ তালুকদার।

 

Manual4 Ad Code

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াহিদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জুমান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক এমরান ফয়সল, সদস্য হাবিবা আক্তার, নারীনেত্রী আছমা বেগম, সমাজকর্মী রিদওয়ান আহমদ, সমাজকর্মী আলী আহমদ, সংবাদকর্মী দেলওয়ার হোসেন মামুন প্রমুখ।