ফরিদপুরের ভাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম জাকু মাতুব্বর (৪৫)। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে নলিয়া গ্রামে একটি ভ্যান চুরি হয়। এ ঘটনায় সোনাখোলা গ্রামের কয়েকজনকে দায়ী করা হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যায় সোনাখোলা গ্রামে সালিস বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষ বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে, যা পরে সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রামের অন্তত ২০ জন আহত হন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে আসা ব্যক্তিদের মধ্যে দফায় দফায় আবারও হাতাহাতি হয়েছে। নিহত জাকু মাতুব্বরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।