সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫
ফরিদপুর, মঙ্গলবার: সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ অবরোধে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর বন্ধ থাকে। এতে উভয় পাশে প্রায় ৪০ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবরোধের কারণে মহাসড়কে আটকে পড়েন অসংখ্য যাত্রী। এ সময় হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় দেখা মেলে ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে হাঁটা আনার আলীর। অসুস্থ এই বৃদ্ধ গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ফরিদপুরে চিকিৎসা নিতে এসেছিলেন। ফেরার পথে অবরোধে পড়ে তাকে প্রায় ১০ কিলোমিটার পথ হেঁটে অতিক্রম করতে হয়েছে।
আনার আলী বলেন, “অসুস্থ শরীর নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম। ফেরার পথে পুখুরিয়া থেকে বাস নামায় দিছে। এরপর কোনো গাড়ি আসলো না, মানুষজন অটোরিকশাতেও উঠতে দিল না। আমি এক পা দিয়ে হাঁটতেও পারি না।”
এদিকে রাজধানী থেকে দুই শিশুসহ পাঁচ সদস্যের একটি পরিবারকেও মালপত্র নিয়ে হেঁটে যেতে দেখা গেছে। পরিবারটির সদস্য হাবিবুর রহমান জানান, তারা প্রায় ১৫ কিলোমিটার পথ হেঁটে এবং ভ্যানে করে পাড়ি দিয়েছেন। আটকে পড়া গাড়িচালকদের দুরবস্থার কথাও উল্লেখ করে তিনি বলেন, “গাড়িচালকেরা দীর্ঘ সময় না খেয়ে গাড়িতে বসে থাকতে বাধ্য হচ্ছেন।”
অবরোধের কারণে মহাসড়কে চলাচল বন্ধ হয়ে সাধারণ যাত্রীদের পাশাপাশি যানবাহনে থাকা যাত্রী ও চালকেরা তীব্র দুর্ভোগের শিকার হয়েছেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD