সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় চলমান অবরোধ কর্মসূচি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা বলেন,
“রাস্তাঘাট অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। অভিযোগ থাকলে প্রপার চ্যানেলে আবেদন করতে হবে। ইউনিয়নের কিছু মানুষ এভাবে রাস্তাঘাট বন্ধ করে হাজারো মানুষের দুর্ভোগ তৈরি করতে পারে না।”
তিনি আরও জানান, অবিলম্বে অবরোধ না তুললে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তা তুলে দেওয়া হবে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ সকাল থেকে মহাসড়ক ও রেলপথের অন্তত ১০টি স্থানে অবরোধ চলছে।
এতে ট্রেন চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।
এ অবরোধের কারণে এলাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনে যুক্ত করার গেজেট প্রকাশ করে। এর প্রতিবাদে ‘আলগী ও হামিরদি ইউনিয়ন ও ভাঙ্গা উপজেলার সর্বদলীয় ঐক্য পরিষদ’-এর ব্যানারে তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
গতকাল শনিবার রাতে আন্দোলনকারী সংগঠনের প্রধান সমন্বয়ক ও আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়াকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD