এশিয়া কাপের ফাইনালে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। দুবাইয়ে আগে ব্যাট করে সালমান আলী আগার নেতৃত্বাধীন দল সংগ্রহ করেছে ১৪৬ রান। তবে ম্যাচের চেয়ে বেশি আলোচনায় এসেছে মাঠের এক বিশেষ ঘটনা।
সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে সমর্থকদের উসকানিতে রাগান্বিত হয়ে হাত দিয়ে বিমান ধসের ইঙ্গিত করেছিলেন পাকিস্তানি পেসার হারিস রউফ। সেই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে।
আজ ফাইনালে আবারও আলোচনায় রউফ। দলীয় ১৪১ রানে যশপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। আউট করার পর বুমরা হাত দিয়ে একইভাবে বিমান ধসের ইঙ্গিত দেন। যদিও রউফ কিছু না বলে সোজা প্যাভিলিয়নের পথে হাঁটেন।
এর আগে সুপার ফোরে আরেক পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহানও বিতর্ক তৈরি করেছিলেন। ফিফটি পূর্ণ করে ব্যাটকে বন্দুক বানিয়ে ট্রিগারে চাপ দেওয়ার ভঙ্গি করেছিলেন তিনি। রউফ ও ফারহানের এসব অঙ্গভঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।