১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিন-ইজরায়েল ইস্যুতে ফেসবুকে গুজব ছড়িয়ে হামলার আশংকায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

admin
প্রকাশিত ১২ এপ্রিল, শনিবার, ২০২৫ ২৩:১৮:৩৭

Manual5 Ad Code

নোয়াখালীতে ফিলিস্তিন-ইজরায়েল ইস্যুতে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে হামলার আশংকায় সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী।

Manual5 Ad Code

 

 

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

জেলা শহর মাইজদীর আলিফ রেস্তোরা এন্ড পার্টি সেন্টারের জিএম ওয়ারেস আহমেদ সুমন এ সংবাদ সম্মেলন করেন।

Manual1 Ad Code

বৃহস্পতিবার বেলা ১২টায় নোয়াখালী সুপার মার্কেটের নিচ তলায় আলিফ রেস্তোরা এন্ড পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানটির জিএম ওয়ারেস আহমেদ সুমন। এ সময় তিনি বলেন, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ হিসেবে সম্প্রতি আলিফ রেস্টুরেন্ট থেকে ইজরায়ের সকল পণ্য সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ একটি ফেসবুক আইডি থেকে হালিফ রেস্তোরাকে নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। ওই আইডি থেকে রেস্তোরা মালিককে ইজরায়েলের দোসর এবং ইহুদি আখ্যা দিয়ে সাধারণ মানুষকে ক্ষেপানোর চেষ্টা করা হচ্ছে। বার বার উস্কানি দিয়ে রেস্তোরায় হামলার পাঁয়তারা করা হচ্ছে। এ অবস্থায় কোনো সময় প্রতিষ্ঠানটিতে হামলা, ভাংচুর ও লুটপাটের আশংকায় কর্মকর্তা-কর্মচারীরা আতংকগ্রস্ত হয়ে পড়েছেন।

 

 

সংবাদ সম্মেলনে সাধারণ মানুষকে এমন মিথ্যাচারে কান না দিয়ে ইজরায়েলের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন ও প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে এ ঘটনায় আলিফ রেস্তোরা এন্ড পার্টি সেন্টারের পক্ষ থেকে সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে গুজব ছড়িয়ে সুযোগসন্ধানীরা যাতে কোন প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট চালাতে না পারে এ বিষয়ে প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করা হয়। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।