ফেনীর সদর উপজেলায় বাসচাপায় ইশতিয়াক আহমেদ শান্ত (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার গোবিন্দপুর এলাকায় ফেনী-সোনাগাজী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কবির আহম্মদের ছোট ছেলে এবং ফেনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শেষ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন শান্ত। পথিমধ্যে বটতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শান্তর বন্ধু আমিনুল ইসলাম ফিরোজ বলেন, হঠাৎ বন্ধুর মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। আজ সন্ধ্যায় বিদেশ যাওয়ার বিষয়ে আলোচনার জন্য শান্তর সঙ্গে দেখা করার কথা ছিল।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসচালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।