ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ: হাটহাজারীতে ওসিকে প্রত্যাহার

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ: হাটহাজারীতে ওসিকে প্রত্যাহার

চট্টগ্রাম, হাটহাজারী: ফেসবুকে আপত্তিকর পোস্ট প্রকাশকে কেন্দ্র করে কওমি শিক্ষার্থী ও সুন্নিপন্থীদের সংঘর্ষের পর হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে তাকে সরিয়ে নেওয়া হলেও বিষয়টি সোমবারই জানাজানি হয়।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সংঘর্ষের ঘটনাটি ঘটে গত শনিবার সন্ধ্যায়, যখন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থী ও সুন্নিপন্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে, যা রবিবার বেলা ৩টা পর্যন্ত কার্যকর ছিল।

তবে ধারা জারির পরও শনিবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত উভয় পক্ষের উত্তেজনা অব্যাহত থাকে। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হন। পরে উপজেলা প্রশাসন উভয় পক্ষের সঙ্গে বৈঠক করে সমঝোতা স্থাপন করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ