উপরোক্ত নেতা কুলাউড়া ডিগ্রী কলেজের সাবেক এজিএস ছিলেন। গত ১৫ বছর ফ্যাসিষট সরকারের রোষানলে পড়ে দেশে আসতে পারেন নি। হাসিনা সরকারের পতনের পর দেশে এসে ৩রা জুলাই, ২৫,শুক্রবার কুলাউড়া পৌর বিএনপি কতৃক স্হানীয় ” দখিনা দাওয়া ” মিলনায়তনে তিনি সংবর্ধিত হন।
পৌর বিএনপির আহ্বায়ক খন্দকার মহিবুর রহমান মলাই’এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ও আইনজীবী ফোরামের কেন্দ্রীয় এবং কুলাউড়ার গণমানুষের নেতা, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এড আবেদ রাজা।
বক্তব্য রাখেন কুলাউড়া পৌর সভার সাবেক মেয়র, বিএনপি নেতা কামাল আহমদ জুনেদ, জয়নাল আবেদিন বাচ্চু, পৌর যুগ্ম আহ্বায়কদ্বয় আঃ মন্নান ও অলিউর রহমান চৌধুরী শিপলু, যুবদল আহ্বায়ক জুবের খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবর্ধিত দিনার সকলের নিকট কৃতজ্ঞতা জানান।