সিলেট ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর কুড়িলের বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকেরা। আজ বুধবার দুপুর ১২টার পর পাঁচ শতাধিক কর্মী সড়কে নামলে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এতে কুড়িল থেকে বাড্ডা এবং বাড্ডা থেকে কুড়িলমুখী যান চলাচল বন্ধ হয়ে গেছে। উত্তরা-বাড্ডা-রামপুরা রুটে চরম যানজট সৃষ্টি হয়েছে। গাড়ি দীর্ঘ সময় আটকে থাকায় অনেকে নেমে হেঁটে যাচ্ছেন গন্তব্যে, আবার কেউ বিকল্প উপায়ে রওনা হচ্ছেন।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন,
“শ্রমিকদের কয়েক মাসের বেতন আটকে আছে। গার্মেন্টসটিও নাকি বন্ধ। তাই বেতন দাবিতে তাঁরা সড়ক অবরোধ করেছেন। আমরা তাঁদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেছি। একই সঙ্গে বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থাও করা হয়েছে।”
ফেসবুকে দেওয়া এক পোস্টে গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, শ্রমিকদের বিক্ষোভের কারণে ইনকামিং ও আউটগোয়িং উভয় দিকেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে থানার পুলিশ মোতায়েন রয়েছে।
ট্রাফিক পুলিশ বিকল্প তিনটি রুটে ডাইভারশন দিয়েছে:
১. খিলক্ষেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী-বনানী অভিমুখে যাওয়া যাবে।
২. রামপুরা দিক থেকে কুড়িলগামী যানবাহনগুলো বাড্ডা লিংক রোড হয়ে গুলশান ১–গুলশান ২ হয়ে উত্তরে যেতে পারবে।
৩. রামপুরা থেকে আসা গাড়ি নতুন বাজার হয়ে গুলশান ২ হয়ে উত্তরে যেতে পারবে। একইভাবে রামপুরাগামী গাড়ি বিকল্প রুটে মহাখালী, কাকলী, আমতলী বা তেজগাঁও হয়ে যেতে পারবে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD