বক্স অফিসে রাজত্ব-ক্যারিয়ারে চলচ্চিত্র পুরস্কারের দেখা পাননি

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫

বক্স অফিসে রাজত্ব-ক্যারিয়ারে চলচ্চিত্র পুরস্কারের দেখা পাননি

বছরের পর বছর বক্স অফিসে রাজত্ব করেছেন শাহরুখ খান। পেয়েছেন অগণিত দর্শকের ভালোবাসা।

অবাক করার বিষয় হলো তার ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল না। ৩৩ বছরের ক্যারিয়ারে চলচ্চিত্র পুরস্কারের দেখা পাননি বলিউড বাদশাহ। অবশেষে তার হাতে উঠছে এ পুরস্কার। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন তিনি।

শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

শাহরুখ খান গতকাল রাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওবার্তায় বলেন, এই প্রাপ্তি অন্য সব কিছুর থেকে আলাদা। ভাষায় প্রকাশ করতে পারবো না অনুভূতি। আমার ক্যারিয়ারের সকল পরিচালক ও প্রযোজকদের ধন্যবাদ জানাতে চাই। জুরিবোর্ড ও দর্শকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আর ‘জওয়ান’ এর পরিচালক এটলি সাহেব ও পুরো টিমের প্রতি ভালোবাসা।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটে শাহরুখ খানের। প্রায় সাড়ে তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য আলোচিত ও ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তি পেয়েছে শাহরুখের তিন সিনেমা পাঠান, জওয়ান ও ডানকি। ছবি তিনটি প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নামিয়েছে। এসব সিনেমা কাঁড়ি কাঁড়ি অর্থ আয় করেছেন প্রযোজকেরা।

সর্বশেষ নিউজ