১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

admin
প্রকাশিত ০৬ ডিসেম্বর, শনিবার, ২০২৫ ২৩:০০:৪৫
বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

Manual7 Ad Code

বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার বিকেল ও সন্ধ্যায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান।

Manual5 Ad Code

গ্রেপ্তার দুজন হলেন—বগুড়ার সোনাতলা উপজেলার শালিখা গ্রামের মুনজুল হক (৪৫) এবং কক্সবাজারের টেকনাফ উপজেলার মহেষ খালিয়াপাড়ার মনির আহমদ (46)।

Manual1 Ad Code

উপপরিচালক জিললুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় বগুড়ার মোকামতলা–সোনাতলা রাস্তায় শিবগঞ্জ উপজেলার সাব্বিজান মোড় এলাকায় সোনাতলাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী মুনজুল হককে আটক করে তাঁর জ্যাকেটের পকেট থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

এর আগে, শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় বগুড়াগামী যাত্রীবাহী বাসে তল্লাশির সময় যাত্রী মনির আহমদকে আটক করা হয়। পরে দেহ তল্লাশিতে তাঁর কাছ থেকেও ২ হাজার ইয়াবা পাওয়া যায়।

Manual2 Ad Code

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শিবগঞ্জ ও শাজাহানপুর থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।