১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় আ.লীগ ৫ নেতা গ্রেপ্তার

admin
প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৫ ১২:২৬:৫০
বগুড়ায় আ.লীগ ৫ নেতা গ্রেপ্তার

Manual3 Ad Code

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চোপীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল, খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম মহব্বত, খোট্টাপাড়া ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম হোসেন, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল হাকিম, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মাহফুজ (মাপু)।

Manual2 Ad Code

ওসি বলেন, শনিবার রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের নামে ৫ আগস্ট-পরবর্তী সময়ের একাধিক মামলা রয়েছে। আজ রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code