সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৫
আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর আলগাহাটী গ্রামে বাড়ির পাশে চারা জমিতে গরুর ঘাস খাওয়াকে ফেরাতে গিয়ে বজ্রপাতে আলমগীর মিয়া (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে একই গ্রামের আমির হোসেনের পুত্র ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মিনহাদুল (১০) এবং একই ইউনিয়নের সৌলরী গ্রামের এজু মিয়ার স্ত্রী ফুলনাহার বেগম (৩২) বজ্রপাতে গুরুতর আহত হন।
শনিবার (১৪ জুন) সকাল আনুমানিক সাড়ে দশটায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর আলগা হাটী ও সৌলরী গ্রামে এবং সদর ইউনিয়নের গুইয়ারবন্দ হাওড়ে এই বজ্রপাতের ঘঠনা ঘঠে। বজ্রাঘাতে নিহত আলমগীর মিয়া ঘরদাইর (আলগাহাটী) গ্রামের কুদ্দুস মিয়া পুত্র।
আহত মিনহাদুল ও ফুলনাহার বেগমকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া একইদিন সকালে উপজেলার সদর ইউনিয়নের গুইয়ারবন্দ হাওড়ে ঘাস খাওয়ার সময় বজ্রপাতে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মিয়ার দুটি মহিষ মারা গেছে বলে জানাগেছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, শনিবার সকালে আলমগীর মিয়ার বাড়ির পাশে চারা জমিতে কয়েকটি গরুকে চারা খেতে দেখে গরু তাড়াতে জমিতে যান আলমগীর মিয়া। তখন আকস্মিক তুমুল বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সেখানেই বজ্রপাতে আহন হন তিনি। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময়ে একই গ্রামের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মিনহাদুল বাড়ির পাশে খেলার সময় এবং একই ইউনিয়নের সৌলরী গ্রামের ফুলনাহার বেগম বজ্রপাতে আহত হন। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। একইদিন সকালে সদর ইউনিয়নের গুইয়ারবন্দ হাওড়ে ঘাস খাওয়ার সময় বজ্রপাতে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মিয়ার প্রায় চারলাখ টাকা মুল্যের দুটি মহিষের মৃত্যু হয়।
ঘরদাইর গ্রামের ইউপি সদস্য আনোয়ার মিয়ার বড় ভাই তোফাজ্জল মিয়া জানান, বাড়ির পাশে চারা জমি থেকে গরু সরানোর সময় বজ্রপাত শুরু হলে সেখানেই বজ্রপাতে নিহত হন আলমগীর। এছাড়া বাড়ির পাশে খেলার সময় শিশু মিনহাদুল মিয়া আহত হন।
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া জানান, সকালে ঘাস হাওড়ে খাওয়ার সময় বজ্রপাতে আমার দুটি মহিষের মৃত্যু হয়। যার বাজার মুল্য প্রায় চার লক্ষ টাকা।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম আলমগীর মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করা হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, বজ্রপাতে আলমগীর মিয়া নামের একজনের মৃত্যু হয় এবং ফুলনাহার বেগম ও মিনহাদুল মিয়া নামে দুইজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD