বজ্রপাতে প্রবাসী যুবকের মৃ ত্যু, বারকি নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

বজ্রপাতে প্রবাসী যুবকের মৃ ত্যু, বারকি নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ

গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে জীবন মিয়া (৪০) নামে দুবাই প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। মৃত জীবন মিয়া উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ পান্তুমাই (ডালারপার) গ্রামের শাহজান মিয়ার ছেলে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বাদ আসর মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়।

স্হানীয় সূত্রে জানা যায়, আজ (শুক্রবার) বিকেলে বাদ আসর মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়। গত রবিবার তিনি তার এক মেয়েকে বিয়ে দিয়েছেন এবং ছুটি শেষে আবারো প্রবাসে যাওয়ার কথা ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই উৎসব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

 

অপর দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে পাথর বোঝাই বারকি নৌকা ডুবে সাজল মিয়া (৩৪) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

 

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর আড়াই টা থেকে নিখোঁজ শ্রমিকের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি শুরু করলেও বিকাল সাড়ে তিন টা পর্যন্ত তার সন্ধান মিলেনি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্টের টিকলী নামক স্থানে নদীর মাঝখানে নৌকা ডুবির এ ঘটনা ঘটে।

 

 

 

 

 

 

নিখোঁজ সাজল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

 

গোয়াইনঘাট থানার এসআই ও পূর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার মো: ওবায়দুল্লাহ বলেন, জাফলংয়ে জিরো পয়েন্টের টিকলি নামক স্থানে রাতে একজন বারকি শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

 

 

 

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বারকি নৌকা নিয়ে জাফলংয়ের জিরো পয়েন্ট টিকলী নামক স্থান থেকে অবৈধভাবে বারকি নৌকা নিয়ে বালু পাথর আনতে যায় সাজল ও আশিকুল। নৌকায় পাথর বোঝাই করে ফেরার পথে হঠাৎ প্রচণ্ড ঝড় ও পাহাড়ি ঢলের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়।

 

এসময় আশেপাশে অন্যান্য নৌকাতে থাকা শ্রমিকরা তার সঙ্গে থাকা আশিকুল ইসলামকে উদ্ধার উদ্ধার করলেও সাজল মিয়াকে উদ্ধার করতে পারেনি। সাজল মিয়া স্রোতে ও পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে যায়। ঘটনার পর থেকেই স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজি করেও এখন পর্যন্ত নিখোঁজ সাজল কে উদ্ধার করতে পারেনি।

 

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সাথে নিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রাখেন। শুক্রবার বেলা আড়াই টা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ