বটতলার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চে উঠছে ‘খনা’

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫

বটতলার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চে উঠছে ‘খনা’

নাট্য সংগঠন বটতলার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হবে নাটক ‘খনা’। আগামীকাল সোমবার একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হবে নাটকটির ৯৩তম প্রদর্শনী। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

বটতলার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘খনা’ এমন এক নাটক, যা নারীর অধিকার ও শ্রেণিবৈষম্যের প্রশ্নকে সামনে আনে। ১ হাজার ৫০০ বছর আগের গল্প হলেও নাটকের বার্তা আজও সমান প্রাসঙ্গিক। ঘরের বাইরে নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে—এই বাস্তবতাই নাটকে ফুটে উঠেছে। পাশাপাশি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বহমান কৃষিজ্ঞান ও খনার প্রজ্ঞার গল্পও এতে স্থান পেয়েছে।

নাটকটি লিখেছেন সামিনা লুৎফা নিত্রা। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আবু দাউদ আশরাফী। সংগীতে কাজ করেছেন ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদিন রাখাল। পোশাক ডিজাইন করেছেন তাহমিনা সুলতানা মৌ ও তৌফিক হাসান। প্রপস ডিজাইনে হুমায়রা আখতার, কোরিওগ্রাফিতে নাসিরুদ্দিন নাদিম ও মোহাম্মাদ রাফী যুক্ত ছিলেন।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ, ইমরান খান মুন্না, তৌফিক হাসান, শারমীন ইতি, শেউতি শাহগুফতা, কামারুজ্জামান সাঈদ, হাফিজা আক্তার ঝুমা, চন্দন পাল, আবদুল কাদের প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ