সিলেট ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫
বরগুনা প্রতিনিধি
বরগুনায় বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামীপন্থী ১২ আইনজীবীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা দায়রা জজ আদালতের বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আসামিরা একটি মিছিল বের করে বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়ের কক্ষ ভাঙচুর করা হয়, আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম সড়কে এনে স্তূপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া ভেতরে ও বাইরে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এ ঘটনায় গত ৩০ এপ্রিল বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এস এম নজরুল ইসলামের ছেলে এস এম নইমুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় বিশেষ ক্ষমতা আইনের পাশাপাশি বিস্ফোরক আইনের ধারাও যুক্ত করা হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD