
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীতে ইলিশ ধরাকে কেন্দ্র করে একই গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনা ঘটেছে আজ সোমবার ভোরে উপজেলার দেহেরগতি ইউনিয়নের পূর্ব রাকুদিয়া গ্রামে।
আহতরা হলেন: অলক ব্যাপারী (২৫), বাবু ব্যাপারী (২০), সুমন ইসলাম (১৮) ও আইয়ুব আলী (৩৬)। তাদের উদ্ধার করে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অলক ও বাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সুগন্ধা নদীর দোয়ারিকা ব্রিজসংলগ্ন এলাকায় ইলিশ ধরার জাল পাতা নিয়ে আইয়ুব আলী ও অলক ব্যাপারীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। উভয় পক্ষই মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন,
“ঘটনার বিষয়ে কেউ এখনো থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
ইলিশ ধরায় সরকারঘোষিত নিষেধাজ্ঞা চলাকালীন এ ধরনের ঘটনা ঘটেছে।
বাবুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন বলেন,
“দোয়ারিকা ব্রিজের পূর্ব পাশে সুগন্ধা নদীতে ভোরে অপেশাদার জেলেরা জাল ফেলতে গিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়েছে। আমাদের টিমও ছিল, তবে অল্প সময়ের মধ্যে হয়তো হঠাৎ নদীতে নেমেছিল। টিমের লোক নদীর একদিকে থাকলে জেলেরা অন্যদিকে নেমে পড়ে। বড় নদী এবং অতিরিক্ত মৌসুমি জেলেদের কারণে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনায় সমস্যা হচ্ছে।”