১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ, থানায় মামলা

admin
প্রকাশিত ০১ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৬ ২২:০৭:৩৬
বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ, থানায় মামলা

Manual1 Ad Code

বরিশাল, বৃহস্পতিবার

Manual8 Ad Code

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ভবনটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে হামলা চালিয়ে কার্যালয়ের আসবাবপত্র তছনছ করার অভিযোগে সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু জানান, নগরীর ফকিরবাড়ি সড়কে অবস্থিত একটি টিনশেড ঘরে প্রায় ৪০ বছর ধরে দলের কার্যালয় পরিচালিত হয়ে আসছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই ঘরের মালিক ও মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম আত্মগোপনে চলে যান। এরপর থেকে বিভিন্ন বিকাশ নম্বরে নিয়মিত ভাড়া পরিশোধ করা হলেও ভাড়ার কোনো রসিদ দেওয়া হয়নি।

Manual8 Ad Code

তিনি বলেন, রসিদ না পাওয়ায় গত মাসে ভাড়া দেওয়া হয়নি। এই বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে নিজামের ছেলে তনিম বৃহস্পতিবার ভোরে অজ্ঞাতনামা কয়েকজন যুবক নিয়ে কার্যালয়ে হামলা চালান। হামলাকারীরা অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং সিলিং ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যান।

জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ বলেন, “এই কার্যালয় শুধু একটি অফিস নয়, এটি ওয়ার্কার্স পার্টির আন্দোলন-সংগ্রামের ইতিহাস বহন করে। এ ধরনের হামলা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।”

এ বিষয়ে ভবনটির মালিক ও যুবলীগ নেতা নিজামুল ইসলাম নিজাম আত্মগোপনে থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual1 Ad Code