১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বরিশালে দত্তক নেওয়া কিশোরীকে নির্যাতনের অভিযোগে নারী গ্রেপ্তার

admin
প্রকাশিত ৩০ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৫ ২৩:২৪:০৪
বরিশালে দত্তক নেওয়া কিশোরীকে নির্যাতনের অভিযোগে নারী গ্রেপ্তার

Manual5 Ad Code

বরিশাল নগরে দত্তক নেওয়া এক কিশোরীকে (১৪) শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগে এডলিন বিশ্বাস (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগরীর পুলিশ লাইনস আমবাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এডলিন বিশ্বাস ও তাঁর ভাই জনি বিশ্বাসকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মাজেদ।

Manual2 Ad Code

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে দত্তক নেওয়া ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে মারধর করা হতো। সাম্প্রতিক সময়ে কিশোরীকে যৌন নিপীড়ন করেন জনি বিশ্বাস এবং এতে তাঁর বোন এডলিন বিশ্বাস সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে।

Manual8 Ad Code

দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়ে সোমবার দিবাগত রাতে কিশোরীটি গোপনে সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

Manual7 Ad Code

পুলিশ জানায়, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় দুই আসামির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করা হয়েছে। উদ্ধার করা কিশোরীকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ওসি মামুন উল ইসলাম বলেন, এক শিশুকে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।