নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬
দেশের পরিকল্পিত নগরায়ন ত্বরান্বিত করতে বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে অন্তর্বর্তী সরকার। গত সোমবার (১২ জানুয়ারি) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নতুন নগর উন্নয়ন কর্তৃপক্ষগুলো গঠন করা হয়।
অধ্যাদেশের মাধ্যমে গঠন
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট তিনটি উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশের ক্ষমতাবলে এসব সংস্থা গঠন করা হয়েছে। এর আগে, গত বছরের ২৬ নভেম্বর এই তিন নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে অধ্যাদেশ জারি করেছিল সরকার। সেই অধ্যাদেশের ধারাবাহিকতায় এবার পূর্ণাঙ্গ কর্তৃপক্ষ হিসেবে এগুলো আত্মপ্রকাশ করল।
নগরায়নে নতুন মাত্রা
নতুন এই তিনটি যুক্ত হওয়ার ফলে দেশে বর্তমানে নগর উন্নয়ন কর্তৃপক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ৯টিতে। এর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউউক), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক) দেশের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিতে কাজ করছিল।
গুরুত্ব
সংশ্লিষ্টরা মনে করছেন, এই তিন বিভাগীয় শহরে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ায় স্থানীয় অবকাঠামো উন্নয়ন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ এবং আধুনিক নগর পরিকল্পনা বাস্তবায়ন আরও সহজ হবে। এর মাধ্যমে বরিশাল, ময়মনসিংহ ও রংপুর অঞ্চলের নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ পরিকল্পিত আবাসন ও বাণিজ্যিক প্রসারের নতুন দিগন্ত উন্মোচিত হলো।