বর্ণাঢ্য আয়োজনে গাজীপুরে বর্ষবরণ

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে গাজীপুরে বর্ষবরণ

গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ -১৪৩২ উপলক্ষ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে নানা আয়োজন করা হয়।

 

 

 

আজ সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসক নাফিসা আরেফীনের নেতৃত্বে তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

 

এতে সিভল সার্জন, পুলিশ সুপার, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা শিল্পকলা একাডেমী কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, গাজীপুর জেলা পুলিশের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

 

 

 

 

এ সময় রং-বে-রঙের বিভিন্ন ব্যানার, ফেস্টুন, ঘোড়া গাড়ি, বাদকদল নিয়ে র‍্যালীটি শহরের পুলিশ সুপারের কার্যালয় ঘুরে ভাওয়াল রাজবাড়ি মাঠে বর্ষবরণ অনুষ্ঠানস্থলে যোগ দেয়।

বর্ষবরণ অনুষ্ঠানে শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীর শিল্পীরা নতুন বাংলা বছরকে বরণ করে বিভিন্ন সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

 

 

অনুষ্ঠানে নববর্ষের শুভেচ্ছা জানানো শেষে নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।

ভাওয়াল রাজবাড়ী মাঠে এদিনের লোকজ পণ্যের মেলারও আয়োজন করা হয়। মেলায় লোকজ পণ্যের প্রায় ৩০ টি বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ