ডেস্ক নিউজ | ১৬ জানুয়ারি, ২০২৬
নতুন শক্তির উত্থানের কথা বলে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আসলে উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সম্প্রতি জাতীয় বিভিন্ন গণমাধ্যমে দেওয়া তাঁর এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন: বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সক্ষমতা রাখে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই প্রখ্যাত অর্থনীতিবিদ। তিনি মনে করেন, সরকারের বর্তমান গতিপথ এবং বিভিন্ন শক্তির প্রভাব নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে সংশয় তৈরি করছে।
আমলাতন্ত্রের পুনরুত্থান: গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির বিশ্লেষণ করতে গিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “অভ্যুত্থানের পর ব্যবসায়ীরা পালিয়ে গেলেন, রাজনীতিবিদরা আত্মগোপনে চলে গেলেন, আর আমলারা বীরদর্পে ফিরে এলেন।” তিনি বর্তমান সরকারকে দায়ী করে বলেন, পুরোনো বন্দোবস্তের সবচেয়ে বড় রক্ষক হলো আমলাতন্ত্র, আর সেই আমলাতন্ত্রকে ফিরে আসার সবচেয়ে বড় সুযোগ করে দিয়েছে এই সরকার।
মূল পর্যবেক্ষণসমূহ:
-
সরকার উগ্রবাদী শক্তির চাপের মুখে রয়েছে।
-
নির্বাচন আয়োজনের নিরপেক্ষতা নিয়ে গভীর সংশয়।
-
প্রশাসনে আমলাতন্ত্রের প্রভাব বৃদ্ধি পাওয়াকে বিপ্লবের আকাঙ্ক্ষার পরিপন্থী হিসেবে দেখছেন তিনি।