২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর

admin
প্রকাশিত ১৪ এপ্রিল, সোমবার, ২০২৫ ১৩:৩৪:৪৯
বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর

Manual5 Ad Code

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ডিসি হিলে ঐতিহ্যবাহী নববর্ষের অনুষ্ঠানের প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অনুষ্ঠান উপলক্ষ্যে নির্মিত মঞ্চ ভাঙচুর করা হয়। এছাড়া ছিঁড়ে ফেলা হয় ব্যানারও। এদিকে, হামলাচেষ্টার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।

Manual1 Ad Code

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি হিলের নজরুল স্কয়ারে অনুষ্ঠানস্থলে এ হামলার ঘটনা ঘটে।

Manual1 Ad Code

পুলিশ জানায়, হামলাচেষ্টাকারীরা অনুষ্ঠানের আয়োজকদের ‘ফ্যাসিবাদের দোসর’ বলে দাবি করেছে।

Manual8 Ad Code

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, আমাদের প্রাথমিক ধারণা দ্বন্দ্ব থেকে ডিসি হিলে ভাংচুরের ঘটনা ঘটেছে। ছয়জনকে আটক করা হয়েছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিসি হিলে প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।

Manual1 Ad Code

 

 

ঘটনাস্থলে উপস্থিত উদযাপন পরিষদের একজন সদস্য বলেন, বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজন ঘিরে মঞ্চ তৈরি করা হয়েছিল। পুরো ডিসি হিলে নানা সাজসজ্জা করা হয়েছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন যুবক প্রবেশ করে মঞ্চ থেকে শুরু করে সবকিছু ভেঙে তছনছ করে দিয়েছে। এমন ঘটনায় আমরা উদ্বিগ্ন। এর প্রতিবাদে ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন সংস্কৃতি কর্মীরা।