১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বসুন্ধরা কিংস ঘরের মাঠে ফর্টিসকে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল

admin
প্রকাশিত ২০ অক্টোবর, সোমবার, ২০২৫ ২১:৩৯:৫৫
বসুন্ধরা কিংস ঘরের মাঠে ফর্টিসকে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল লিগে শুরুতে হোঁচট খেয়ে বসুন্ধরা কিংস পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে ২-২ ড্র করেছিল। তবে দ্বিতীয় রাউন্ডে ঘরোয়া মাঠে ফর্টিস এফসিকে ২-১ গোলে হারিয়ে পুনরায় শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছে। এই ম্যাচে ঘরোয়া ফুটবলে কিউবা মিচেলের অভিষেক ঘটে।

🏟 ম্যাচ হাইলাইটস:

  • ম্যাচের প্রথম মিনিটেই গোল করে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। রাফায়েল অগুস্তোর ক্রস থেকে দরিয়েলতন দুর্দান্ত হেডে জাল কাঁপান।

  • ২০ মিনিটে ফাহিমের দূরপাল্লার শট গোল হয় না।

  • ২৯ মিনিটে রাকিবের বদলে মজিবুর রহমান জনি মাঠে নামেন।

    Manual4 Ad Code

  • দ্বিতীয়ার্ধে ফাহিম ৬০ মিনিটে ফাঁকা জালে গোল করেন।

  • কিউবা মিচেল ৭১ মিনিটে মাঠে নামেন এবং ৭৯ মিনিটে গোলের খুব কাছাকাছি থাকলেও সুজান পেরেরা রক্ষা করেন।

  • যোগ করা সময়ে ফর্টিস ৮৫ মিনিটে অনিকাচি ওকাফোরের গোল দিয়ে ব্যবধান কমায়।

🎯 অন্য ম্যাচ:

  • পিডব্লিউডি স্পোর্টস ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারায়, একমাত্র গোলটি করেন আকোবির তুরায়েব।

    Manual5 Ad Code

  • লাল কার্ড দেখেছেন আরামবাগের ম্যানেজার মজিবর রহমান

🌍 আন্তর্জাতিক চ্যালেঞ্জ লিগ:

Manual7 Ad Code

  • কিংস আগামীকাল কুয়েতে গ্রুপ পর্ব খেলতে যাবে।

  • প্রথম ম্যাচ ২৫ অক্টোবর ওমানের আল-সিবের সঙ্গে

    Manual8 Ad Code