বহু গুণে গুণান্বিত একজন গীতিকার শাহ মোঃ আছাব আলী।
মোঃ আবুল বশর।সিলেট
৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত আধ্যাত্মিক নগরী সিলেট বিশ্বনাথ এলাকার কৃতি সন্তান বিশিষ্ট গীতিকার নাট্য নির্মাতা জনাব আছাব আলী সাহেব।
উনার রয়েছে বর্ণাঢ্য এক ক্যারিয়ার উনি একজন সফল গীতিকবি ,একজন সমাজসেবক, একজন সংস্কৃতি ব্যক্তিত্ব,, যার অসংখ্য প্রমাণ রয়েছে এই সিলেটে। একজন গীতিকার হিসেবে হয়েছেন সর্ব মহলে সমাদৃত।
বাংলাদেশ সরকারের বি টিভি ও বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার।
সামাজিক অঙ্গনে রয়েছে বিশাল অবদান অসংখ্য সংগঠনের উপদেষ্টার দায়িত্ব পালন করে চলেছেন।
এম এ একাডেমী ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্বে রয়েছেন। সুদূর যুক্তরাজ্যে বসবাস করছেন দীর্ঘদিন থেকে, একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে খেতি রয়েছে তার। সিলেট হচ্ছে বাউল গানের স্বর্গরাজ্য। সিলেট বাউল গানের একজন সফল গীতিকার বলা হয় তাকে। যার অসংখ্য গুনো কীর্তি বলে ও লিখে শেষ করা যাবে না।
উনার আস্তার জায়গা হচ্ছে সাংবাদিক ও মিডিয়া সাংবাদিকদের প্রতি রয়েছে শ্রদ্ধা ভালোবাসা মায়া মমতা। সিলেট দক্ষিণ এবি সিলেট নাট্য গ্রুপের প্রদান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। অসংখ্য অসহায় নারীর বিয়ে-শাদীতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
বিগত ভয়াবহ বন্যা ও পূর্বের করোনাভাইরাসের সময় গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে সব সময় ছিলেন নিজের সাধ্য অনুযায়ী অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে গেছেন। সাংস্কৃতি অঙ্গনে গরীব শিল্পীদের সব সময় পাশে রয়েছেন।
গীতিকার শাহ মোঃ আছাব আলী শুধু সিলেটের গর্ব নয় আমাদের বাংলাদেশের সম্পদ উনার লিখা প্রায় দুই হাজারের উপরে গান রয়েছে পাশাপাশি সর্ব মহলের পরিচিত ব্যক্তিত্ব আমাদের এই সিলেটের কৃতি সন্তান একজন গীতিকার শাহ মোঃ আছাব আলী।।