২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

বাংলাদেশি নাগরিকদের জন্য বিপুলসংখ্যক মেডিকেল ভিসা ইস্যু করছে ভারত: হাইকমিশনার

admin
প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ ২১:৩৭:১৮
বাংলাদেশি নাগরিকদের জন্য বিপুলসংখ্যক মেডিকেল ভিসা ইস্যু করছে ভারত: হাইকমিশনার

Manual1 Ad Code

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ‘বাংলাদেশের নাগরিকদের জন্য বিপুলসংখ্যক মেডিকেল ভিসা ইস্যু করা হচ্ছে। পরিস্থিতি উন্নত হলে অন্যান্য ভিসা চালু করা হবে।’

আজ সোমবার দুর্গাপূজার দ্বিতীয় দিন সপ্তমীতে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

Manual2 Ad Code

এর আগে প্রণয় কুমার ভার্মা কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, হাসপাতালের পরিচালক ডা. দুলাল পোদ্দার ও ডেপুটি জেনারেল ম্যানেজার অনিমেশ ভৌমিক।

Manual7 Ad Code

হাইকমিশনার বলেন, ‘দুর্গাপূজা একটি মহোৎসব। বাংলাদেশ ও ভারত একইভাবে এ উৎসব উদ্‌যাপন করে থাকে। আশা করি, দুর্গাপূজা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে।’ এ সময় তিনি সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

পরে তিনি কুমুদিনী হাসপাতালের লাইব্রেরিতে চা-চক্রে অংশ নেন এবং সন্ধ্যায় বজরায় লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি নৃত্য উপভোগ করেন।

Manual1 Ad Code

এদিকে একই দিন বিকেলে কুমুদিনী কমপ্লেক্সে যান বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী। তাঁদেরও স্বাগত জানান রাজীব প্রসাদ সাহা। তাঁরা দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন ও আরতি নৃত্য উপভোগ করেন।

Manual2 Ad Code