১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীকে বিয়ে করলেন কমেডিয়ান নাইজেল এনজি

admin
প্রকাশিত ১৫ সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ ১২:৫০:১৯
বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীকে বিয়ে করলেন কমেডিয়ান নাইজেল এনজি

Manual6 Ad Code

জনপ্রিয় মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর ও কমেডিয়ান নাইজেল এনজি, যিনি “আংকেল রজার” নামেই বেশি পরিচিত, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন আইনজীবী সাবরিনা আহমেদকে বিয়ে করেছেন। গত ১৯ জুলাই তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

Manual5 Ad Code

মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইল জানিয়েছে, সাবরিনা বাংলাদেশি-আরব বংশোদ্ভূত এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে কর্মরত। ফ্যাশন ম্যাগাজিন ভোগ-কে দেওয়া সাক্ষাৎকারে সাবরিনা বলেন, প্রথমবার তিনি মিয়ামিতেই নাইজেলের সঙ্গে দেখা করেন। এরপর এক ডেটিং অ্যাপে তাদের পরিচয় গড়ে ওঠে।

Manual7 Ad Code

২০২২ সালে বোস্টন বিমানবন্দরে তাঁদের প্রথম সাক্ষাৎ হয়, যেটিকে দুজনেই মজা করে ‘নিয়তির অভিশাপ’ বলে উল্লেখ করেন। ২০২৪ সালের এপ্রিলে জাপানের টোকিওতে ইনোকাশিরা পার্কে চেরি ফুলের নিচে সাবরিনাকে বিয়ের প্রস্তাব দেন নাইজেল। একই বছরের শেষের দিকে বাগদানের ঘোষণা দেন তিনি।

Manual2 Ad Code

তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠানে উভয়ের সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়। সাবরিনার বাঙালি ঐতিহ্য আর নাইজেলের মালয় সংস্কৃতির মিশেলে আয়োজন হয় তাঁদের বিবাহোৎসব।

উল্লেখ্য, নাইজেল এনজি “আংকেল রজার” চরিত্রের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান। কমলা রঙের পোলো শার্ট, হাফ প্যান্ট আর অতিরঞ্জিত চীনা-মালয় উচ্চারণে রান্নাবান্নার ভিডিওর ভুলভ্রান্তি ধরে তিনি কোটি দর্শকের মন জয় করেছেন।