সিলেট ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫
সিলেট, ৩০ আগস্ট: আগামী ৯-২৮ সেপ্টেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে আজ থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচ সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের কোচ ফিল সিমন্স বলেছেন, “আমাদের লক্ষ্য মান বজায় রেখে খেলা। সেটা করতে পারলে জয় আসবেই। অস্ট্রেলিয়ার কাছে হারলেও তো সমালোচনা হয়, তাই আমরা মূলত নিজেদের খেলার মান বজায় রাখার দিকে মনোযোগ দিচ্ছি।”
আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে অবস্থান করছে, নেদারল্যান্ডস ১৩ নম্বরে। টি-টোয়েন্টিতে দুই দল এখন পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে বাংলাদেশ জিতেছে চারটি ম্যাচ। তবে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস আত্মবিশ্বাসী: “ভালো ক্রিকেট খেললে যেকোনো দলকে আমরা হারাতে পারি। এবারও আমাদের একই লক্ষ্য।”
বাংলাদেশি ব্যাটাররা সম্প্রতি পাওয়ার হিটিং কৌশল নিয়ে কোচ জুলিয়ান উড-এর অধীনে অনুশীলন করেছেন। কোচ ফিল সিমন্স বলেন, “মাঠে দেখা যাবে, এই অনুশীলন কতটা কার্যকর হয়েছে। আমরা চাই খেলোয়াড়রা আত্মবিশ্বাসী ও মানসম্পন্ন খেলা খেলুক।”
বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি দলকে এশিয়া কাপের চূড়ান্ত অবস্থানের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ। বিশেষ করে লিটন-তাসকিনদের নেতৃত্বে দল চাইছে, নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়ানো।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD