আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পর্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, এটি সম্পূর্ণভাবে হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি কোন পরিস্থিতিতে ভারতে এসেছেন, সেই প্রেক্ষাপট তাঁর ভবিষ্যৎ পদক্ষেপকে প্রভাবিত করছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে জয়শঙ্কর এসব কথা বলেন।
জয়শঙ্কর বলেন, “তিনি (হাসিনা) একটি নির্দিষ্ট পরিস্থিতিতে ভারতে এসেছেন। সেই পরিস্থিতি তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করছে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে।”
এনডিটিভির খবরে জানানো হয়, গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। আন্দোলনের সহিংসতায় শতাধিক মানুষ নিহত ও হাজারো মানুষ আহত হন। এর পরপরই তিনি ভারতে আশ্রয় নেন।
গত মাসে ৭৮ বছর বয়সী শেখ হাসিনাকে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ ও দমন-পীড়নের অভিযোগে মৃত্যুদণ্ড দেন।