বাংলাদেশে প্রভাব বিস্তারে এক বিশ্বমোড়লসহ তিন পরাশক্তির চেষ্টা: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫

বাংলাদেশে প্রভাব বিস্তারে এক বিশ্বমোড়লসহ তিন পরাশক্তির চেষ্টা: সালাহউদ্দিন আহমদ

ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশে এক বিশ্বমোড়লসহ তিনটি পরাশক্তি প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার রাজধানীতে শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদল আয়োজিত ‘মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “পৃথিবীতে তিনটি শক্তি আমাদের দেশে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে। দুটি আঞ্চলিক শক্তি—তারা পরাশক্তিও বটে—এবং একটি বিশ্বমোড়ল। সবাই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, যদিও প্রত্যেকের স্বার্থ ভিন্ন। কিন্তু তিন পক্ষের প্রভাবেই আমাদের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।”

তিনি আরও বলেন, “আমাদের নীতি হতে হবে—সবার আগে বাংলাদেশ। পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক চুক্তি বা যেকোনো বিষয়ে দেশের ও জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দিতে হবে। তাহলে আমরা কখনো ভুল পথে পরিচালিত হব না।”

বিএনপির এই নেতা জোর দিয়ে বলেন, “বাহুর চেয়ে মেধাকে গুরুত্ব দিতে হবে। শক্তির প্রধান উৎস হবে মেধা ও প্রতিবাদ। কেউ যদি বাহুবলে কথা বলে, তার পরিণতি হবে হাসিনার মতো।”

অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর ও কলেজ শাখার নেতারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ