১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ–চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে প্রথমবার ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড’

admin
প্রকাশিত ২৪ ডিসেম্বর, বুধবার, ২০২৫ ২২:০২:৩৬
বাংলাদেশ–চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে প্রথমবার ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড’

Manual1 Ad Code

ঢাকা, বুধবার— বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’। দেশের বিভিন্ন গণমাধ্যমে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা তুলে ধরার স্বীকৃতি হিসেবে ২৯ জন সাংবাদিককে এই পুরস্কার দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থানপ্রাপ্তরা নগদ এক লাখ টাকা ও সনদ, দ্বিতীয় স্থানপ্রাপ্তরা ৫০ হাজার টাকা ও সনদ এবং তৃতীয় স্থানপ্রাপ্তরা ৩০ হাজার টাকা ও সনদ পান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের গণমাধ্যম ও শিল্পকলা সংস্থার শীর্ষ কর্মকর্তারা, পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী ও অন্যান্য অতিথিবৃন্দ।

Manual2 Ad Code

পুরস্কারপ্রাপ্তরা

Manual6 Ad Code

  • অর্থনীতি ও প্রযুক্তি: প্রথম—মো. মুনির হোসেন (ডেইলি সান), দ্বিতীয়—গোলাম মওলা (বাংলা ট্রিবিউন), তৃতীয়—রফিকুল ইসলাম (ডেইলি সান), আব্দুর রহমান (ঢাকা পোস্ট), আসজাদুল কিবরিয়া (ফিনান্সিয়াল এক্সপ্রেস)

  • খেলাধুলা ও সংস্কৃতি: প্রথম—এস এম নাজমুল হক ইমন (দৈনিক ভোরের কাগজ), দ্বিতীয়—তানজিম আহমেদ (বাংলা ট্রিবিউন), তৃতীয়—জোবায়ের হোসেন (ঢাকা পোস্ট) সহ আরও দুইজন

    Manual4 Ad Code

  • ভিজ্যুয়ালস: প্রথম—মাহমুদ জামান অভি (বিডিনিউজ২৪), দ্বিতীয়—হাবিবুর রহমান (সারাবাংলা), তৃতীয়—জাহিদুল ইসলাম সজল (আজকের পত্রিকা) সহ আরও দুইজন

  • জেনারেল নিউজ: প্রথম—সেলিম আহমেদ (রূপালী বাংলাদেশ), দ্বিতীয়—মৌসুমি ইসলাম (ডেইলি সান), তৃতীয়—মফিজুল সাদিক (জাগো নিউজ) সহ আরও দুইজন

  • মিডিয়া ইনোভেশন: প্রথম—মো. ইমরুল হাসান (আরটিভি), যৌথভাবে দ্বিতীয়—রাশেদুর রহমান (চ্যানেল টোয়েন্টিফোর) ও আরও তিনজন

অনুষ্ঠানে দীপ্ত টিভি, চ্যানেল ২৪, আরটিভি, বাংলাভিশন ও রেডিও টুডে-কে ‘আউটস্ট্যান্ডিং পার্টনারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।