ঢাকা, বুধবার— বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’। দেশের বিভিন্ন গণমাধ্যমে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা তুলে ধরার স্বীকৃতি হিসেবে ২৯ জন সাংবাদিককে এই পুরস্কার দেওয়া হয়েছে।
শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থানপ্রাপ্তরা নগদ এক লাখ টাকা ও সনদ, দ্বিতীয় স্থানপ্রাপ্তরা ৫০ হাজার টাকা ও সনদ এবং তৃতীয় স্থানপ্রাপ্তরা ৩০ হাজার টাকা ও সনদ পান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের গণমাধ্যম ও শিল্পকলা সংস্থার শীর্ষ কর্মকর্তারা, পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী ও অন্যান্য অতিথিবৃন্দ।
পুরস্কারপ্রাপ্তরা
-
অর্থনীতি ও প্রযুক্তি: প্রথম—মো. মুনির হোসেন (ডেইলি সান), দ্বিতীয়—গোলাম মওলা (বাংলা ট্রিবিউন), তৃতীয়—রফিকুল ইসলাম (ডেইলি সান), আব্দুর রহমান (ঢাকা পোস্ট), আসজাদুল কিবরিয়া (ফিনান্সিয়াল এক্সপ্রেস)
-
খেলাধুলা ও সংস্কৃতি: প্রথম—এস এম নাজমুল হক ইমন (দৈনিক ভোরের কাগজ), দ্বিতীয়—তানজিম আহমেদ (বাংলা ট্রিবিউন), তৃতীয়—জোবায়ের হোসেন (ঢাকা পোস্ট) সহ আরও দুইজন
-
ভিজ্যুয়ালস: প্রথম—মাহমুদ জামান অভি (বিডিনিউজ২৪), দ্বিতীয়—হাবিবুর রহমান (সারাবাংলা), তৃতীয়—জাহিদুল ইসলাম সজল (আজকের পত্রিকা) সহ আরও দুইজন
-
জেনারেল নিউজ: প্রথম—সেলিম আহমেদ (রূপালী বাংলাদেশ), দ্বিতীয়—মৌসুমি ইসলাম (ডেইলি সান), তৃতীয়—মফিজুল সাদিক (জাগো নিউজ) সহ আরও দুইজন
-
মিডিয়া ইনোভেশন: প্রথম—মো. ইমরুল হাসান (আরটিভি), যৌথভাবে দ্বিতীয়—রাশেদুর রহমান (চ্যানেল টোয়েন্টিফোর) ও আরও তিনজন
অনুষ্ঠানে দীপ্ত টিভি, চ্যানেল ২৪, আরটিভি, বাংলাভিশন ও রেডিও টুডে-কে ‘আউটস্ট্যান্ডিং পার্টনারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।